দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে প্রথম নারী ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আলীপুর গ্রামের হোসেনের স্ত্রী শাহিনা আক্তার (৩৩)। ওই নারী সিএইচসিপি পদে কর্মরত রয়েছেন। ওই নারী জানান, গত সপ্তাহে তিনি তার স্বামীকে নিয়ে চিকিৎসা
করাতে যান। এরপর অসুস্থ মনে হলে বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ডা. আশফাক তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগী বলে চিহ্নিত করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই প্রথম দুর্গাপুর থেকে ডেঙ্গু রোগী চিহ্নিত হলো।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০