দুর্গাপুর উপজেলার বেলঘরিয়াতে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলঘরিয়া উম্মেদ স্যার স্মরণীয় প্রতিবন্ধী পাঠশালার শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) এই অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আ,ন,ম রাকিবুল ইউসুফ, গোলাম মুর্তুজা,উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল ওয়াহেদ।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা চৌধুরী, ইয়াদ আলী,সামাদ মোল্লা, মোকসেদ মোল্লা, আজগর আলী খতিব, অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি আলাউদ্দিন,জমিদাতা আশরাফুল ইসলাম, তসলিম উদ্দিন মন্ডল, আজিজুল ইসলাম প্রমুখ। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। অগ্রসর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহায়তায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা প্রতিবন্ধীসকল শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০