রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া কে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে নারী ও শিশুসহ আহত তিন আহত হয়েছেন ।
উপজেলার চৌপুকুরিয়া গ্রামে বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ করেন।
জানাযায়, রবিবার (১৯ মে) দুপুর ১ টার দিকে দুর্গাপুর উপজেলা ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া (জংলিপাড়া) আব্দুল খালেকের বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য দুর্গাপুর পল্লী বিদ্যুতের সদস্যরা আসেন এবং আব্দুল খালেকের বাড়িতে নতুন সংযোগ মিটার লাগিয়ে দেন এ সময় জংলিপাড়া গ্রামের মৃত কেতাব উদ্দিন এর ছেলে লালটু, পিন্টু, ও আয়নাল, পল্লী বিদ্যুৎ অফিসের সদস্যদের মিটার লাগাতে নিষেধ করেন। তারা তাদের কথা না শুনে মিটার লাগিয়ে দেন। অফিসের লোকজন যাওয়ার পরে লালটু পিন্টু আয়নাল লাঠি সোটা নিয়ে আব্দুল খালেকের পরিবারের উপর অতর্কিত হামলা করেন এই হামলায় আব্দুল খালেক, নারজিনাসহ ছয় বছরের শিশু অনিকা আহত হয় এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় মেম্বার মোঃ আতাউর রহমান তিনি বলেন আব্দুল খালেক ও তার পরিবারের সবাইকে মারধর করে বাড়িতে আটকে রাখে এমন সংবাদ পেলে আমি থানায় খবর দিই।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০