দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে আহত আ: লীগ নেতার মৃত্যু, আটক এক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২১, ১১:২২ এ.এম
দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে আহত আ: লীগ নেতার মৃত্যু, আটক এক
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা লাবলু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয়েছে । এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, পারিবারিক জমি সংক্রান্তের জের ধরে উপজেলার সায়বাড় দক্ষিনপাড়া গ্রামের চাচা ছামান আলীর সাথে আওয়ামী লীগ নেতা মৃত হেংলা'র পুত্র লাবলুর বিরোধ চলছিলো। গত ২৪ ডিসেম্বর প্রতিপক্ষ চাচা ছামান ও তার দুই পুত্র সেলিম ও সোহেল রানা
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লাবলুকে বেধড়ক মারপিট করে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় আওয়ামী লীগের সদস্য লাবলুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেদিন থেকে আওয়ামী লীগ নেতা লাবলু রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
শাররীক হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় ২জানুয়ারী শনিবার রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। রবিবার মৃতদেহের ময়না তদন্ত হবে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী বলেন, এঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০