দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর সদরে এক পুলিশ সদস্যের ভাড়া বাড়িতে আগুন লেগে দুইটি কক্ষের সকল প্রকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এঘটনায় প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্য রকি। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানাগেছে, গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় দুর্গাপুর থানায় কর্মরত পুলিশ সদস্য রকির ভাড়া বাড়িতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়রা দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই মুহুর্তের মধ্যে ঘরের ভেতরে থাকা সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ সদস্য রকি জানান, ‘যখন আগুন লাগে তখন আমি বাড়িতে ছিলাম না। থানার কাজে
রাজশাহী কোর্টে ছিলাম। তার স্ত্রী নাজমুল নাহার রুপালী তাকে ফোনে জানায় তাদের বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে ফিরে এসে দেখি সব শেষ। পুরো বাড়িটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। রক্ষা পায়নি কোনকিছুই। আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, টিভি, খাট, টাকা ও স্বর্ণঅলংকারসহ সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রতিবেশী সাব্দুল আলী জানান, শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় তাদের পরিবারের সদস্যরা অশ্রু ভেজা চোখে তাকিয়ে থাকেন। পুড়ে যাওয়া আসবাবপত্র নথি উদ্ধার করতে প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়ান। তবে সবই ভস্মীভূত হয়ে যায় আগুনে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০