দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে মের্সাস “মা” মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০লাখ টাকার মাছ ক্ষতি করেছে দুর্রৃত্তরা। গতকাল বুধবার পৌরএলাকার দেবীপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
মের্সাস “মা” মৎস্য খামারের পরিচালক আব্দুল আওয়াল বলেন,প্রায় একমাস আগে থেকে পুকুরটি টিকিট দিয়ে মাছ ধরার প্রস্তুতি চলছে। এতিমধ্যে আমার বিভিন্ন পুকুর থেকে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার বিভিন্ন জাতের মাছ পুকুরটিতে রাখা হয়েছে। এমনকি টিকিটের জন্য রাজশাহী জেলার বিভিন্ন স্থানের যে প্রতিষ্ঠান গুলো টিকিট ক্রয় করবেন তারা মাছ দেখবেন বলে জানান। গত বুধবার বিকালে টিকিট ক্রয় করা প্রতিষ্ঠান গুলোকে পুকুরে জাল দিয়ে মাছ দেখানো হয়। পরে তাদের সাথে আমার প্রতিষ্টানের সকল চুক্তিও হয়। আগামী ২০দিনের মধ্যে পুকুরের দুইদিন ব্যাপি মাছ ধরা আয়োজনও করা হয়েছে। এমনকি আমার সকল প্রস্তুতি শেষ হয়েছে। এমন সময় দুর্রত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।
এতে পুকুরের সব মাছ মরে মাটিতে পড়ে যায়।
এদিকে, মের্সাস “মা” মৎস্য খামারের ক্ষতিগ্রস্ত পুকুরটি দুর্গাপুর উপজেলা মৎস্য অফিস থেকেও পরিদর্শন করা হয়েছে। এমনটি ন্যাশনাল ব্যাংকের একটি টিমও ক্ষতিগ্রস্ত পুকুরটি পরিদর্শন করেন এবং পরিচালন আব্দুল আওয়ালকে ধর্য্য ধরতে পরার্মশ প্রদান করেন।
এদিকে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালেবের সাথে কথা বলে জানা যায়, রাতেই কে বা কারা পুকুরে বিষ প্রয়োগের বিষটি জানতে পারি। পরে সংগে সংগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমনকি আব্দুল আওয়াল অভিযোগ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০