দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম আশা খাতুন (৫)। সে উপজেলার পাঁচুবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বুধবার দুপুর ১ টার দিকে পুকুরে সেন্ডেল তুলতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর ছোট চাচা রিপন আহম্মেদ জানান, বুধবার দুপুর ১টার দিকে আশার মা রান্না ঘরে রান্না বান্নার কাজ করছিলেন। এ সময় তার মেয়ে আশা বাড়িতে সেন্ডেল নিয়ে খেলা
করছিলো। হঠাৎ আশার হাত থেকে সেন্ডেলটি ফসকে বাড়ির নিচে পুকুরে পড়ে যায়। তখন আশার মা রান্না ঘর থেকে তাকে সেন্ডেলটি পুকুর থেকে তুলে আনতে বলে। পরে আশা পুকুরে পড়ে যাওয়া সেন্ডেল তুলে আনতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মৃত দেহ পুকুরে ভেসে উঠে। এ সময় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০