রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার জান্নাতুন নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জান্নাতুন উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। বুধবার(৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জান্নাতুনের চাচা প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী মোল্লা জানান, তাঁর ভাতিজা সিনহা আক্তার জান্নাতুনের বয়স তিনবছর। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সে বাড়ির বারান্দায় খেলা করছিল। কোন এক সময়ে সবার অজান্তে শিশু জান্নাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যান। কিছুক্ষণ পর প্রতিবেশী লোকজন পুকুরের পানিতে জান্নাতুনের মরদেহ ভেসে উঠতে দেখে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০