দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ৫:৪৯ পি.এম
দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে পুকুরে পড়ে সাদিয়া খাতুন নামের আঠার মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আব্দুস সামাদের মেয়ে। গতকাল রোববার সকালে বাড়ির পাশে খেলার ছলে পুকুরে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
সাদিয়ার বাবা সামাদ জানান, তাঁর আঠার মাস বয়সী মেয়ে সাদিয়া হাঁটাচলা করে পুরো বাড়ি মাতিয়ে রাখত। তাঁর বাড়ির একবারে নিকটে পুকুর ছিল। গতকাল সকালে সাদিয়া বাড়ির সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বেলা সাড়ে ১০টার দিকে পুকুরে তাঁর মৃত ভেসে উঠে। এ সময় তাকে পুকুর থেকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০