দুর্গাপুর প্রতিনিধি:
“শেখ হাসিনার নিদের্শ,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে “পরিচ্ছন্ন দুর্গাপুর” বাস্তবায়ন কর্মসূচিপালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরসহ উপজেলার সকল ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে মসক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নাতার বিষয়ে মানুষের মাঝে জনসচেতনামুলক র্যালী প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এই পরিচ্ছন্নতা সপ্তাহ আয়োজন করেন। এই কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল
ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান, উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, স্থানীয় প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরসিদা বানু কনা, শিক্ষা কর্মকর্তা নজমুল হক, যুব উন্নয়ন অফিসার রুহুল আমিন প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এ কাজে অংশগ্রহন করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০