রাজশাহীর দুর্গাপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উপ-শাখার উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান রাজুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহীর শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক ইস্তাজুল ইসলাম।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০