দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, জেলা তথ্য অফিসের উপপরিচালক সামসুজ্জামান, জেলা স্বাস্থ্য উপপরিচালক গোপীন্দ্রনাথ আচার্য, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ইউপি চেয়ারম্যান সমসের আলী, আজাহার আলী, রিয়াজুল ইসলাম রেন্টু, সাইফুল ইসলাম, আফসার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর গণি সরদার প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, সাংবাদিক,কাজী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০