মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামে উপস্থিত হয়ে সাগরের পরিবারের নিকট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত নগদ ২০হাজার টাকা ও খাদ্য উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, ইউপি সদস্য আয়েশ উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় মাটিবহনকারী একটি ট্রাক্টর গাড়ি উল্টে গেলে গাড়ির নিচে চাঁপা পড়ে মারা যান স্কুলছাত্র সাগর। তিনি জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০