রাজশাহীর দুর্গাপুরে রাতের নিখোঁজের পর সকালে পুকুরে ভেসে উঠে রাজুবালা (৬৫) নামের এক বৃদ্ধার নারীর মরদেহ। রাজুবালা উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামানিকের স্ত্রী।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজুবালার ভাই সুনীল কুমার বলেন, আমার বোন রাজুবালার স্বামী অনেক আগেই মারা গেছেন। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যে রাতে বোন রাজুবালাকে তার ঘর থেকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুজি করা হয়।
পরে আজ শুক্রবার সকালে প্রতিবেশী লোকজন বোন রাজুবালাকে বাড়ির পাশে পুকুর ভাসতে দেখে। এ সময় স্থানীয় মেম্বারের সহযোগিতায় থানার পুলিশকে খবর দেওয়া হয়।
সুনীল আরও বলেন, আমাদের ধারনা রাজুবালা রাতে পুকুর ঘাটে এসে পানিতে পড়ে ডুবে যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে নি:সন্তান ছিল।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয় নি।
ওসি স্যার ঘটনাস্থলে আসলে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০