দুর্গাপুর প্রতিনিধি :
দুর্গাপুরে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম রেজাউল করিম (২৮)। সে উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়ন এলাকার উজালখলসী গ্রামের নুর মোহাম্মদ নূর আলীর ছেলে।
জানা গেছে, রেজাউল করিম নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় যমুনা কোম্পানিতে চাকুরী করতেন। গত ১০ জুন সে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। ১১ জুন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠান। ১৮ জুন বৃহস্পতিবার সকালে তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, ইতিমধ্যে আক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যাক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখা হচ্ছে। সেই সাথে তাকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত দুর্গাপুর উপজেলায় মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০