দুর্গাপুরে নদী থেকে কামাল হোসেন (৩৭) নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর নতুনপাড়া এলাকার মৃত আমিরুল্লাহের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলীপুর ছাতনীপাড়া এলাকার আইচাঁন নদীতে মরদেহ পড়ে ছিল কামালের। তিনি মৃগি রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও থানার পুলিশ।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মানিক গাজী বলেন, মৃগী রোগে আক্রান্ত ছিলেন কামাল। এরআগেও তিনি একাধিকবার পানিতে পড়ে ছিলেন। গত বুধবার সন্ধ্যা থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হোন। এরপর এলাকায় তাঁর সন্ধানে মাইকিং করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলীপুর ছাতনীপাড়া সংলগ্ন আইচাঁন নদী তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, কামাল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় পরিবার, স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধিদের সাথে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০