দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর নারকেলবাড়িয়া আবাসনে অসহায় প্রায় ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজ সেবক রুপালী বেগম। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকার নারকেলবাড়িয়া আবাসনে এই ত্রাণ বিতরণ করেন। রুপালী বেগম জয়নগর ইউনিয়নের ৪-৫-৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
সমাজ সেবক রুপালী বেগম জানান, এক দিকে করোনা ভাইরাস অন্যদিকে ভারি বর্ষণের কারণে আবাসনের গরীব মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় আমার নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে খেটে খাওয়া দিন মজুর কর্মহীন ও নিম্ন আয়ের ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। তিনি আরো জানান, এই আবাসনে মানুষ অনেক কষ্টে বসবাস করছে। ভারি বর্ষণে তাদের বসত বাড়িতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। ওই সকল পরিবারের পাশে এসে তেমন কেউ দাঁড়ায়নি। তিনি সমাজের সকল বিত্তবান মানুষগুলোকে দেশের এই ক্লান্তি লগ্নে গরীব অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁনোর আহ্বান জানান।
ত্রাণ বিতরণ কমকালে উপস্থিত ছিলেন অত্র আবাসনের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম,সহসভাপতি ইউনুস আলী প্রমুখ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০