পবিত্র রমজান উপলক্ষে দুর্গাপুর উপজেলার বরিদ বাঁশাইল গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাসির মাংস বিতরণ করা হয়েছে। সমাজসেবক সানোয়ার হোসেন টুকুল-এর ব্যক্তিগত উদ্যোগে এই মাংস বিতরণ করা হয়। সানোয়ার হোসেন টুকুল দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি'র বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে তার নিজ গ্রাম বরিদ বাঁশাইলে তিনি নিজ হাতে অত্র গ্রামের প্রায় দেড় শতাধিক দরিদ্র
ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই মাংস বিতরণ করেন। সানোয়ার হোসেন টুকুল বলেন, ছোট্ট পরিসরে হলেও আমার নিজ গ্রামের কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তত দেড় শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করেছি। আমি চাই আমার মত আরও অনেকে এসে তাদের পাশে দাঁড়াক। আগামীতে আরও বড় পরিসরে এই মাংসসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানান তিনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০