দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে মাদক-সিআর ও নাশকতার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার উজালখলসি গ্রামের সিআর পরোয়ানাভুক্ত আসামি হাসান তারেক (৩৭) মাদক মামলায় শালঘরিয়া গ্রামের মোঃ সোহেল রানা (৩৪), নামোদরখালি গ্রামের মোঃ আশরাফুল প্রমাণিক (৩৫), দেবিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩৮) ও নাশকতার মামলায় পানানগর গ্রামের মোহাম্মদ আহসান হাবিব (৪৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৩ জন, সিআর মামলার পলাতক আসামি ১ জন। এছাড়াও গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০