দুর্গাপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে হামলার শিকার স্বামী - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ৫:৪০ পি.এম
দুর্গাপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে হামলার শিকার স্বামী
রাজশাহী দুর্গাপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে হামলার শিকার হয়েছে স্বামী ইব্রাহিম আলী। ইব্রাহিমের বাড়ি উপজেলার পৌর এলাকার শ্রীপুর গ্রামে। এঘটনায় ইব্রাহীম স্ত্রীর বিরুদ্ধ্যে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, শ্রীপুর গ্রামের আজগর আলী ছেলে ইব্রাহিম একই গ্রামের নাদের আলীর মেয়ে পারভীন বেগমকে বিয়ে করেন। বিয়ের পরে তার সংসারিক জীবনে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিলোনা। যার কারনে ইব্রাহিম গত ১৭ আগস্ট তিনি তার স্ত্রী পারভীনকে কোটে এভিডেভিটএর মাধ্যমে তালাক প্রদান করেন। এর পর বিষয়টি নিয়ে গত ৪ সেপ্টেম্বর স্থানীয় লোকজনের উপস্থিতিতে থানায় মিমাংসায় বসেন তারা।
সেই বৈঠকে ২০ দিনের মধ্যে মোহরানার টাকা পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর সেই বৈঠক শেষে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর মোহরানার টাকার পরিষদের নিদ্ধারিত সময়ে আগেই তার তালাকপ্রাপ্ত স্ত্রী পারভিন বেগম ইব্রাহিমের বাড়িতে অবস্থান নেয়। এবং তার ঘরের বিভিন্ন আসবাবপত্র জোর করে বিক্রয় করতে থাকে। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম আলী জমি বন্ধক দিয়ে ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরলে তার স্ত্রী লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপালে ভর্তি করে। আহত ইব্রাহিম দাবী করেন তার স্ত্রী পারভিন পরিকল্পিত ভাবে তাকে মারপিট করে জমি বন্ধকের ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এঘটনায় ইব্রাহিম তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০