দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা পরিষদের মিনি হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন। প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, কৃষি কর্মকর্তা মসিউর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা
মোকলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা বেলাল হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু আনাছ, মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষিক, সুধী সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে তামাক নিয়ন্ত্রণে মোবইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মূক্ত করণ, তামাক বিরোধী প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ বিষয় কমিটিভুক্ত সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০