দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীণ ওসমান আলী (৪২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসমান উপজেলার নওপাড়া ইউপি’র শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। থানার পুলিশ সোমবার দুপুরে উপজেলার শিবপুর দুর্গাতলার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) আবুল কালাম আজাদ শাহিদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
মৃতের চাচাত ভাই জামাল উদ্দিন বলেন, ওসমান মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। তার ১ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি গত ৫দিন হলো বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের দুর্গাতলার একটি ডোবায় তার মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মাহমুদুল হাসান বলেন, মরদেহে হত্যার প্রাথমিক আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে বৃষ্টির সময় ওসমান মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে মারা গেছেন। ওসি আরো বলেন, ওসমান ৭বছর ধরে অসুস্থ ছিলো। তার বাবাও মৃগী রোগে পানিতে ডুবে মারা গেছেন। এছাড়াও তাদের বংশীয় ভাবে মৃগী রোগের প্রাদুর্ভাব আছে। এ ঘনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০