রাজশাহীর দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর গাড়ী উল্টে প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর। আজ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রের নাম সাগর হোসেন (১১)। সে মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। ওই ঘটনায় সাগরের আরও দুইজন সহপাঠী নাইম ও জাকির আহত হয়েছেন। তাদের বাড়িও একই গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আয়েশ উদ্দিন জানান, জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় পুকুর খনন চলছিল।
পুকুর থেকে মাটিবহন করছিল একটি ট্রাক্টর গাড়ী। মাটিবহনকারী গাড়ীতে সাগর সহ তাঁর দুই সহপাঠি নাইম ও জাকির সখের বসে উঠে বসে। পথিমধ্যে ভাঙা রাস্তা ঘেষে ট্রাক্টর গাড়িটি মাঠিয়ালে উল্টে যায়। এতে গাড়ির নিচে পড়ে সাগর ঘটনাস্থলেই মারা যান। এসময় অপর দুইজন নাইম ও জাকির আহত হয়। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০