দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে শিশু মেলা উদ্বোধন ও জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ডিজিটাল হল রুমে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,গণ্যমান্য ব্যাক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকতা আনোয়ার সাদাতএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার নব-যোগদানকৃত প্রশাসক এস এম আব্দুল কাদের। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পুলিশ সুপার পিপিএম শহিদুল্লাহ্ পিপিএম,দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমর কুমার পাল, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মিজানুর রহমান। এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দর রব,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাজী নাজমুল হক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলার সকল কর্মকতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা চত্বরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০