বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে দুর্গাপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার(৬অক্টোবর)বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী। এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা রবিউল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. অশোক কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসমত আলী , জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
,বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০