দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনর্মিত করন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোক র্যালী, আলোচনা সভা, রচনা-চিত্রাংক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম,পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কনা।
আরো উপস্থিত কিসমত গণকৌড় ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী মোল্লা, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহারর আলী, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক, দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। তিনি জন্মে ছিলেন বলেন আমরা বাংলাদেশ পেয়েছি। জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন দিয়ে উন্নত বাংলাদেশ নির্মান করছেন। জাতির রক্তের ঋণ কোন দিন শোধ হবেনা। উন্নয়নের অদম্য অভিযাত্রায় সামিল হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করি।
এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদগুলোতে বাদ জোহর বিশেষ মোনাজাত । মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০