দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দুর্গাপুরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যুব সমাবেশ, আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
জাহিদুল হক সহ সরকারী কর্মকর্তা ও সুফলভোগী যুবকর্মীবৃন্দ।
যুব সমাবেশ ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০