দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে সকালে উপজেলা চত্বর হতে বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন। সভায় উপজেলা নির্বাহী
কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেওয়ান নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০