দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে জন্মের ৪৭দিন পর মারা গেল পিতৃপরিচয়হীন শিশু বাবু হোসন। সোমবার দুপুর ১২টার দিকে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শীতজনিত রোগে তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন মৃত শিশুর নানা সাবেক ইউপি সদস্য মোকলেজ হোসন।
তিনি জানান, ঠান্ডাজনিত কারণে শিশুটি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সোমবার সকালে তাকে দুর্গাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি মারা যায়।প্রসঙ্গত, দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে ধর্ষণের শিকার হয়ে (১৪) বছরের এক কিশোরী সন্তান প্রসব করে। পরে ওই কিশোরী বাদী হয়ে একই এলাকার সজীব আহম্মেদ নামের এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর থানার পুলিশ সজীবকে গ্রেপ্তার করে। বর্তমানে সজীব জেলহাজতেই রয়েছেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০