দুর্গাপুর প্রতিনিধি, দুর্গাপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য কমিশন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি সমর কুমার প্রাল, দুর্গাপুর থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব, কাঠালবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের,দুর্গাপুর পাইল স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা প্রমূখ। এছাড়াও উপজেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০