রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও কেক কাটা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম, দেলূয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমপি’র প্রতিনিধি প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিঝুম।
এছাড়াও উপজেলা বিভিন্র ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০