নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করে এবং এ সময় তাদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন মাসুদ রানা (২৬) ও আমিনুল ইসলাম (৩০)। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম জানান, তহিদুল ইসলাম তালুকদার(৪৩) নামের এক ব্যক্তির বাড়ি থেকে গত ২৪/০৭/২০২০ ইং তারিখ রাত ৮.০০ টা থেকে ২৫/৭/২০২০ তারিখ সকাল ৬.০০ টার মধ্যে কোন একসময় তালাবদ্ধ অবস্থায় থাকা মো: তহিদুল ইসলাম তালুকদারের নিজস্ব
মালিকানাধীন একটি টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাড়িটির অনুমান মুল্য এক লক্ষ বিশ হাজার টাকা। পরবর্তীতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আজ সন্ধ্যা ৭.০০ টার দিকে দুর্গাপুর থানাধীন সিংগা বাজার এলাকা হতে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ও চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এ বিষয়ে মো: তহিদুল ইসলাম তালুকদার বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০