দুর্গাপুরে নিগার কোল্ডস্টোর প্রাইভেট লিমিটেড-এর ২০২১ সালের আলু মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় পৌর এলাকার সালঘরিয়ায় অবস্থিত নিগার কোল্ডস্টোর চত্বরে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে নিগার কোল্ডস্টোরের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টোরেজের ব্যবস্থাপক লিয়াকত আলী সরকার। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিগার কোল্ড স্টোরেজের পরিচালক নুরুজ্জামান লিটন, মোবাশ্বির হুসাইন মোবিন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক কাউন্সিলর বজলুর রহমান, হাজী আনিসুর রহমান। এছাড়াও আলু ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আব্দুল গফুর, সিদ্দিকুর রহমান পাবনা, আব্দুল গনি সরকার, মো. আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাহিনুর ইসলাম ও দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা রুহুল আমিন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০