দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে বিসিডিএস দুর্গাপুর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সাইদ দোলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও কেন্দ্রী কমিটির উপদেষ্টা জিয়াউল হক বুলু। এসময় দুর্গাপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক ড. ফায়সাল কবীর চৌধুরী, সহসভাপতি এইচএম সাহাদত হোসেন,দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্য আব্দুল কুদ্দুস মোল্লা, বিরেন্দ্রনাথ সরকার, হরেন্দ্রনাথ সরকার,রইচ উদ্দিন রঞ্জু, শফিকুর রহমান, শাহীন, মাসুদ রানা প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০