দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এসএম-ই কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
কৃষি অফিসার মসিউর রহমান। উপজেলা (এমএইপিও) আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা জায়েদুর রহমান,কৃষক সাইদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৮জন নারী ও পুরুষ কৃষকদের মাঝে ওজন মেশিন,বস্তা সেলাই মেশিন,পলি ব্যাগ ও মাশকালাই বীজ উপকরণ বিতরণ করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০