রাজশাহীর দুর্গাপুরে এক যুবকে কুপিয়ে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে এলাকার চিন্তিত কিশোর গ্যাং সদস্যরা। এঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার ।
মামলার এজাহার সুত্রে জানাযায়, দুর্গাপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক গুরুতর আহত ঝালুকা ইউপির নওদা সায়বার গ্রামের মোস্তফা ও তার-ছেলে সাব্বির ভ্যানযোগে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় কাঁঠাল বাড়িয়া স্কুলের দক্ষিণ পার্শ্বে হতে কিশোর গ্যাং লিডার জ্বিলহাজ্বের নেতৃত্বে আরিফ, সৌরভ, রকি, শিহাব, ছানুয়ার, শাহিনুর, সোহানুর, সঙ্গীয় ১৫ থেকে ২০ জন সশস্ত্র যুবক তাদের গতিরোধ করে। এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে সঙ্গে থাকা জমি রেজিষ্ট্রি ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় চায়নিজ কুড়ালের আঘাতে গুরুতর সাব্বিরকে উদ্ধার করে।
পরে এলাকাবাসি উদ্ধার করে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
এব্যাপারে সাব্বিরের পিতা মোস্তফা জানান, বাজারে কাজ থাকায় আমার ছেলে সহ ভ্যানে করে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ করে জ্বিলহাজ সহ ১০-১৫ জন আমাদের প্রতিরোধ করে আমার ছেলেকে এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে থাকে। আমার ছেলে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি। ছেলেকে রক্ষায় আমি এগিয়ে গেলে আমাকেও হাতুড়িপেটা করে। এ সময় জমি রেজিস্ট্রি করা ২ লক্ষ টাকা জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের সঙ্গে আমাদের পূর্বে-কোনো বিরোধ ছিল না। টাকা নেওয়ার উদ্দেশ্যেই এমন হামলা চালিয়েছে তারা।
স্থানীয়রা জানান, উঠতি বয়সের এসব ছেলেরা মাদকাসক্ত। নেশার টাকা জোগাড়ের জন্য বেপরোয়া হয়ে উঠছে। কয়েকদিন পূর্বেও দুর্গাপুর থানা পুলিশ এদের নিকট হতে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই কিশোর গ্যাং এর উৎপাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে হামলাকারী জ্বিলহজের নাম্বারে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে দুর্গাপুর থানা সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, মারামারির ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০