দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ঘুমান্ত অবস্থায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় কলেজছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাকোয়া গ্রামে। মামলার বিবরণ সুত্রে জানা যায়, উপজেলার সাকোয়া গ্রামের পিয়ারুল, ফারুক হোসেন, নবী ইসলাম, মাহাবুর রহমান কলেজছাত্রী (ভিকটিম) কে কলেজে যাওয়ার পথে যাওয়ার পথে মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিতেন। এতে ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না বিভিন্ন সময়ে তাদেরকে গালমন্দ করেন। গত ১১আগস্ট ভিকটিম রাতে পড়াশোনা শেষে
ঘুমিয়ে পড়ে। এ সময় বাড়ির প্রাচীর টপকে পিয়ারুল সহ তাদের সাঙ্গপাঙ্গ ভিকটিমের ঘরে ঢুকে মুখ চেপে ধরে শরীরের পোশাক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম চিৎকার দিলে পিয়ারুলসহ তাদের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, কলেজছাত্রীকে রাতে ঘুমান্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০