দুর্গাপুর প্রতিনিধি: ১০জনকে টিকাদানের মধ্যে দিয়ে দুর্গাপুরে কোভিড -১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুববা খাতুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মোতালেব, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বাচ্চু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্যকমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরওম) মেহেদী হাসান সোহাগ প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ডা. অশোক কুমার সহ অন্যান্য উদ্বোধনী দিনে ১০জন প্রথম দিনে করোনা ভ্যাকসিন নেন।
উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে ১২ হাজার ৮৯০জন মানুষকে এ টিকা দেয়ার কথা থাকলেও এখন (শনিবার মধ্যরাত) পর্যন্ত মাত্র ১শ ২৮জন রেজিস্টশন করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সংসদ ডা. মনসুর রহমান টিকা নেয়ার জন্য রেজিস্টশন করতে আহবান জানানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০