দুর্গাপুর প্রতিনিধি : “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা। অনুষ্ঠানে উপজেলা কমিউনিটি পুলিশিংএর সভাপতি বিনয় সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত)
মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংএর সাধারণ সম্পাদক খন্দকার এডভোকেট অব্দুর রহিম , কিসমত গণকৌড় ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী মোল্লা, পানানগর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আদম আলী, কলেজ শিক্ষিকা শারমিন আক্তার পলিসহ উপজেলা কমিউনিটি পুলিশিংএর সকল সদস্য, থানা পুলিশ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০