দুর্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন তারা মারা যান। করোনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। মৃতদের মধ্যে একজন দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি। তার নাম হুমায়ন কবীর (৩৫)। হুমায়ন কবীরের বাড়ি দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামে। হুমায়ন কবীর এবারে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকে নিয়ে ভোটে অংশগ্রহণ করেছিলেন। গত ২০জুন হঠাৎ হুমায়ন কবীরের প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে করোনা পরীক্ষার রিপোর্ট তাঁর পজিটিভ আসে। তাঁরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার অনেকটাই সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি। এরপর রবিবার সকালে আবারো হঠাৎ করে তাঁর শ^াসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এছাড়াও একাই হাসপাদালে চিকিৎসাধীর উপজেলার নামুদর খালি গ্রামের আরদি মন্ডলের ছেলে মোহাম্মদ আলী (৪৮), ধরমপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মন্ডল (৫০), দুর্গাপুর সদরের লায়েব মন্ডলের ছেলেন সাহেব আলী কাচু (৪০)। করোনায় মৃত্যুবরন করেন। এছাড়াও করোনার উপসর্গে উপজেলার তরিপুতপুর গ্রামের আদম আলী (৩৮) কর্মরত এলাকা রংপুরে, ও নওপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৫৪) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০