দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গরবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার পুরানতাহেরপুর ও বহরমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মাসুদ রানা, সারওয়ার ও এরশাদ আলী সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পুরানতাহেরপুর গ্রামের অভিযান চালায়। এসময় ইশিতা হার্ডওয়ারের সামনে থেকে ৯পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি বাছের (৫০) ও তার ছেলে রকি ইসলাম (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের মাদক কারবারি শহিদুল ইসলাম (৪২)এর বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু (কনা) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে বুধবার সকালে আসামীদের আদালদের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০