দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ। তার বাড়ি পৌর এলাকার দেবিপুর গ্রামে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার পর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ সিংগা হাট মাঠ থেকে তাকে আটক করা হয় ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুরুল হোদা। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ জানতে পারে মাদকদ্রব্য বিক্রির জন্য সাবেক কাউন্সিলর সাইফুল উপজেলার সিংগা হাট মাঠে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ১১০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। সাইফুল থানার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০