দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ইয়াবসহ মাদক কারবারীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। গতকাল দুপুরে দুপুরে উপজেলার গনকৈড় ইউনিয়ন এলাকার তাহেরপুর রোড মঙ্গলপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলেন আফজাল হোসেন (৩৫)। তিনি বাগমার উপজেলার ভবানীগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে। দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মোতালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উপজেলার তাহেরপুর এলাকা হতে মাদক দ্রব্য নিয়ে মোটরসাইকের
যোগে দুর্গাপুর আসছেন। এসমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে এস আই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার তাহেরপুর রোডে ঝিনায়ের মোড়ে অবস্থান নেয়। ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে মাদক কারবারি আফজাল যেতে লাগে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করা হলে তার কাছ থেকে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০