দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ৫৫ পিস ইয়াবাসহ মাদককারবারি মাইনুল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার দেবীপুর কাবাড়ি পাড়ায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি ওই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে। দুর্গাপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দুর্গাপুর থানার এসআই মাসুদ রানা ও এএসআই সারোয়ার
জাহান সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক কারবারি মাইনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শরীর তল্লাশী চালিয়ে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু কনা জানান, মাদক কারবারি মাইনুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০