রাজশাহীর দুর্গাপুরে কথিত সাংবাদিক পরিচয়ধারী যুবককে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান আতিক জানান, রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলার আলিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে থেকে মাদক ব্যবসায়ী ফিরোজ চৌদুরী (৩৫) কে একটি জিক্সার মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এসময় তল্লাশি
চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফিরোজ আলিপুর গ্রামের দেলু চৌধুরীর পুত্র। আটক যুবক নিজেকে একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়েছে এবং মাদক ব্যবসা করে আসছিলো। পরে তাকে দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আলিপুর গ্রামের ফিরোজ চৌধুরীকে ১০০ পিস ইয়াবা ও একটি জিক্সার মোটরসাইকেলসহ তাকে আটক করেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০