দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংএর কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসের সংসদ প্রফেসর ডাক্তার মনসুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান কাওছার উল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন,
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব,ইসলামী ব্যাংক বানেশ্বর শাখার এফএভিপি ও শাখা প্রধান রেজাউল করিম, দুর্গাপুর উদ্বোধনকৃত শাখা ব্যাংকের এজেন্ট মাহমুদুজ্জামান, হ্যালো ব্রাদার্সের সত্তাধিকারী মনিরুজ্জামান মণি, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী প্রমূখ।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০