দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আজগর আলীকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে। ওই ঘটনায় তার ছেলে আবুল হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আজগর উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মাড়িয়া ইউপি আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটে। ওই ঘটনায় বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) আবুল কালাম শাহিদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামের আজগর আলীর সাথে একই এলাকার সান্টু মোল্লার দীর্ঘ দিনধরে দ্ব›দ্ব চলছিলো। গত কয়েক দিনের বৃষ্টির পানিতে সান্টু মোল্লার একটি আমগাছ আজগর আলীর পুকুরের উপর হেলে পড়ে। ওই ঘটনার জেরধরে মঙ্গলবার
বিকেল সাড়ে ৫টার দিকে সান্টু, তায়েজ, সবুজ সহ আরো কয়েকজন মিলে আজগর আলীর বাড়ি উঠানে এসে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় আজগর তাদের গালমন্দ করতে নিষেধ করলে সান্টুসহ কয়েকজন মিলে আজগরের জামার কলারধরে টেনে হেঁচড়ে বাড়ির পূর্বপাশ্বে একটি আমবাগানে নিয়ে তাকে কিলঘুষি মারতে থাকে। এতে আজগর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোঘণা করে। খবর পেয়ে থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, ওই ঘটনায় সাবেক ইউপি সদস্যর ছেলে আবুল হাসেম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত ঘটনার তদন্ত করা হচ্ছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায় নি। লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০