দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ও দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শিত করা হয়।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সুমন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা, সাইফুল ইসলাম, নওপাড়া ইউপি চেয়ারম্যান মো: আজাদ আলী সরদার, ঝালুকা ইউপি চেয়ারম্যান রাজিনা বেগম, ফায়ার সার্ভিসের কর্মীগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০