দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আগুনে পুড়ে ইয়ারজান বিবি (৩৫) নামের এক স্বামী পরিত্যক্ততা নারী মারা গেছেন। ইয়ারজান উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামের মাদব মন্ডলের মেয়ে। থানার পুলিশ জানায়, আড়ইল গ্রামের স্বামী পরিত্যক্ততা ইয়ারজান বাবার বাড়ি থেকে দিনমজুর কাজ করতেন। গত রোববার ভোররাতে ইয়ারজান রান্না করার সময় চুলার আগুন থেকে তার গায়ে আগুন লাগে। এ সময় তিনি প্রাণে বাঁচতে বাড়ির পাশে পুকুর ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান। এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার উপজেলা প্রসাশনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ইয়ারজানের পরিবারকে আর্থিক ২০হাজার টাকা সহায়তা প্রদান করেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০