দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে আলমগীর হোসেন বাপ্পী (২৫) নামের এক স্কেভেটর গাড়ীর ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আলমগীর দুর্গাপুর সদরের আইয়ুব আলীর পুত্র। শনিবার দুপুরে ভূমি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন এ রায় প্রদান করেন।
থানার পুলিশ জানায়, উপজেলার গোলাবাড়ী বিলে ইউপি সদস্য আকবর আলী পুকুর খনন করছিলেন। শনিবার সকালে ভূমি কমিশনার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নাজমুল হোসাইন ওই পুকুরে অভিযান পরিচালনা করেন। এ সময় পুকুর মালিক ও গাড়ীর ডাইভার পালিয়ে গেলেও পুকুর খননের স্কেভেটর গাড়ী ব্যবসায়ী আলমগীরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক ও খনন আইনের ১৫এর (১) ধারা মোতাবেক আলমগীরকে ৩মাসের কারাদন্ড প্রদান করেন ভূমি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০